জঙ্গীদের কোনো ধর্ম নাই : আইভী

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১২:৫৭ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

জঙ্গীদের কোনো ধর্ম নাই : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ইসলাম ধর্ম কখনও অন্য ধর্মের উপর আক্রমণ করার অনুমতি দেয় না। যারা এই কাজটি করেছে তারা মুসলমান নয় তারা জঙ্গী। আর জঙ্গীদের কোনো ধর্ম নাই।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শহরের ২নং রেল গেইট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্পীতি ও শান্তির মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মেয়র আইভীর সভাপতিত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বিবেকবান মানুষ কখনও আরেকটা ধর্মের প্রতি আঘাত হানতে পারে না। আমি সরকারের কাছে অনুরোধ করবো যারাই এ ঘটনা ঘটিয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারা জন্য। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। বাংলার ছোট শিশুটিও বুঝতে পেরেছে এটা কত বড় সাজানো নাটক ছিল। সরকার বেকায়দায় ফেলানোর জন্য এটা ঘটিয়ে সস্তা পদ্ধতি বেছে নিয়েছে।

মেয়র বলেন, আমি সকল ধর্মের ভাইদের প্রতি আহবান জানাচ্ছি আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি। আমরা যেন আমাদের ইসলাম ধর্মকে মেনে চলতে পারি। যে ধর্মে নবী করিম (সাঃ) ব্যবহার দিয়ে বহু মানুষকে ধর্মে নিয়ে এসেছেন। জোর জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করবেন না। যারা করে তারা জঙ্গী তারা মানুষ। যদি মানুষ হও রুখে দাঁড়াও। যারা সহিংসতা করে তারা জঙ্গি। জঙ্গির কোনো ধর্ম থাকতে পারে না। সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

আইভী বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কখনও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। ইসলাম অন্যের ধর্মের প্রতি সহনশীল থাকার শিক্ষা দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ বিনির্মাণ করছেন। কুচক্রী মহল এই বাংলার জনগণকে প্রতিহত করতে হিন্দু-মুসলমানের সম্প্রতি নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য খুবই সস্তা পদ্ধতি বেছে নিয়ে দুষ্কৃতিকারীরা। এদের শাস্তির আওতায় আনার দাবি জানান আইভী। একজন বিবেকবান মানুষ কখনই অন্য ধর্মের উপর আঘাত হানতে পারে না। আগুন লাগানো বা মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে না। কতিপয় মানুষ সরকারকে বেকায়দায় ফেলতে সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও