রূপগঞ্জে জমি ও গৃহ প্রদান
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:১১ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের মত নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রায়ণ-২ প্রকল্পের উদ্ধোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।
২৩ জানুয়ারী শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে এ ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২ শতাংশ জমি দিয়ে গৃহ নির্মানের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি আফিফা খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদেীসি আলম নীলা, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, ভিপি মনির প্রমুখ।