নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৪৪ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকাতে শীতলক্ষ্যায় একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। ওই লঞ্চে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে দ্রুতগামী একটি জাহাজ যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। সাবিত আল হাসান নামের ওই লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। তাদের অনেকেই সাতরিয়ে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।