ভোট বিপ্লব ঘটাতে চান সাগর
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

উৎসবমুখর পরিবেশে আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সাগর মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৬ অক্টোবর শনিবার বিকেল ৩টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা সাগর গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি কলাগাছিয়া ইউনিয়নের সন্তান। এ ইউনিয়নে আমার জন্ম। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক সমর্থন পাচ্ছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি আশাবাদী এই ইউনিয়নে আমার পক্ষে ভোট বিপ্লব ঘটবে।
উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা আহাম্মদ আলী, বন্দর থানা যুবদল নেতা জনী খন্দকার, সোহেল, নাছির রানা, শেখ রুবেল ও শাহীন প্রমুখ।