হাতপাখার বাতাস করতে চায় ইসলামী আন্দোলন
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহাবুদ্দিন বলেছেন, অনেক দলের পরিবর্তন দেখেছি কিন্ত মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। অত্যাচারী শাসকদের মিথ্যাচারে জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে। এবার আর মানুষ ভুল করবে না। কলাগাছিয়া হাতপাখার ভোট বিপ্লব ঘটবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরব ভোটে হাতপাখায় ভোট দিয়ে চমক প্রদর্শন করবে ইনশাআল্লাহ ।
১৬ অক্টোবর শনিবার বিকেলে বন্দর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জানি আপনারা চরমোনাই পীর সাহেব ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এ আমি সৈয়দ রেজাউল করিম পীর সাহেবকে ভালোবাসেন। আগামী ১১ নভেম্বর আপনারা উনার সম্মানে ও এই ইউনিয়নের উন্নয়নের স্বার্থে হাত পাখায় ভোট দিন। এবং আমার জন্য দোয়া করবেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী হাজী শাহাবুদ্দিন ছাড়াও ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।