হেফাজতের মামলায় মোক্তার রিমান্ডে

বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

হেফাজতের মামলায় মোক্তার রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে হেফাজতের ৩১ নং মামলায় ধৃত মোক্তার হোসেনকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে নারায়ণগঞ্জ সিআইডি। মামলার তদন্তকারি কর্মকর্তা মামলার তদন্ত স্বার্থে গ্রেপ্তারকৃত মোক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।

সোমবার রিমান্ড শুনানীতে বিজ্ঞ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মোক্তার হোসেনকে ২২ অক্টোব শুক্রবার পুনরায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আলফাজ উদ্দিন মিয়ার ছেলে মোক্তার হোসেন গত গত ২৮ আগষ্ট সিআইড কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আটক আছে। গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধা হরতালের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও