বন্দরে নৌকার ক্যাম্প ভাঙচুর
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:১৫ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার দাবী প্রতিপক্ষ জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার প্রধানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ ও জিডি না নেয়ার অভিযোগ তুলেছেন কাজিম উদ্দিন।
২৯ অক্টোবর শুক্রবার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী বাজার এলাকায় অবস্থিত নৌকার নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলে দুর্বিত্তরা। মধ্যরাতের কোন একটি সময় এই ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়। তবে এই হামলার জন্য দেলোয়ার প্রধানের অনুসারীদের দায়ী করছেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন।
শনিবার বিকেলে কাজিমউদ্দিন বলেন, সাবদী বাজার এলাকায় শুক্রবার বিকেলে আমি আমার নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছি। সেই এলাকায় বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার প্রধানের ৪টি ক্যাম্প রয়েছে। রাত ২ টার পর আমার লোকজন ক্যাম্প বন্ধ করে চলে আসে। সকালে সেটা ভাঙ্গা দেখতে পায়। আমি মনে করি দেলোয়ার প্রধানই নির্দেশ দিয়ে রাতের আঁধারে এই হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আমার লোকজন এখনও থানায় বসে আছে। ওসিকে আমি ফোন দিয়েছি কিন্তু সে বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে। আমি বলেছি অন্তত জিডি নিতে কিন্তু তিনি সেটাও নিচ্ছেন না। বলছেন তিনি থানার বাইরে আছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, জিডি নিলেই তো সব শেষ হয়ে যাবে না। তার ভালোর জন্যেই বলেছি রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করতে।
উল্লেখ্য, স্থানীয় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান সরাসরি দেলোয়ার প্রধানকে সমর্থন দেয়ায় চাপের মুখে আছেন আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন।