গোগনগরে নৌকার ক্যাম্প ভাঙচুর স্বতন্ত্রের পোস্টার ছিঁড়ল প্রতিপক্ষ

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:২১ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

গোগনগরে নৌকার ক্যাম্প ভাঙচুর স্বতন্ত্রের পোস্টার ছিঁড়ল প্রতিপক্ষ

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জসিমউদ্দিন ও নূর হোসেনের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উয়েছে।

নৌকার মনোনীত প্রার্থী মোঃ জসিমউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় থানায় লিখিত অভিযোগে উল্লে­খ করেন, গত ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর বিবাদী চরসৈয়দপুর এলাকার দৌলত হোসেন মেম্বারের ছেলে আবুল কাশেম সম্রাট, মৃত আনোয়ারের ছেলে শরিফ, আবুল হোসেনের ছেলে শাহ পরান, মৃত আব্দুল খালেকের ছেলে কালাচান, আব্দুল জলিলের ছেলে রানা, মৃত কাদিরের ছেলে হাবিব, দৌলত হোসেনের ছেলে ফয়সাল, পুরান সৈয়দপুর এলাকার মৃত কাদিরের ছেলে রবিন ও রুবেল, আব্দুল জলিলের ছেলে সোহেল, আব্দুল কাদিরের ছেলে আনসার, পূর্ব সৈয়দপুর এলাকার মৃত রফিকুল ইসলাম ফেিকরর ছেলে নাজির হোসেন ফকির সহ অজ্ঞাত নামা ২০/২৫ চরসৈয়দপুর কবরস্থান রোডের তোফাজ্জলের বাড়ির পাশে নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। বিবাদীরা আমার নৌকা প্রতীক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়। ২৮ অক্টোবর দুপুর ১২ আবুল কাশেম সম্রাটের নেতৃত্বে বিবাদীরা চরসৈয়দপুরের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে বন্ধ করে দেয়।

জসিমউদ্দিন আহম্মেদ বলেন, উল্লেখিত বিবাদীরা মটর সাইকেল প্রতিকের প্রার্থী ফজর আলীর লোক। বিচ্ছু বাহিনীর পৃষ্ঠপোশক চেয়ারম্যান প্রার্থী ফজর আলী।

এদিকে গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নূর হোসেন সওদাগরের পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় দেয়ালে লাগানো ঘোড়া প্রতীক সম্মলিত পোষ্টারগুলো একের পর এক ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত হচ্ছেন নূর হোসেনের সমর্থকরা। এতে করে উত্তাপ ছড়াতে শুরু করেছে গোগনগর ইউনিয়নে।

সরেজমিনে দেখা গেছে, গোগনগর ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে লাগানো নূর হোসেনের ঘোড়া প্রতীকের পোষ্টার ছেড়া। তবে কে বা কারা এ পোষ্টার ছেড়ার কাজে লিপ্ত এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজী হননি। তবে নূর হোসেনের কর্মীসমর্থকদের দাবি আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজর আলীই এ পোষ্টার ছেড়ার কাজে যুক্ত।

এ বিষয়ে নূর হোসেন বলেন, আমি আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক ঘোড়া। আমি আমার কর্মী সমর্থকদের মুখে শুনেছি, আমার এক প্রতিদ্বন্দ্বি তার লোক দিয়ে গোগনগরের বিভিন্নস্থানে লাগানো আমার পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তাদের কথা শুনে আমি নিজেও দেখতে যাই তাদের অভিযোগটি সত্য কি না? আমি কড়ইতলা, আমতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখিছি, আমার শত শত পোষ্টার ঁিছড়ে ফেলা হয়েছে। এসব কাজ কখনো সুষ্ঠু ভোটের লক্ষন হতে পারেনা। আমি এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করবো।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও