আউয়াল ও বশিরউল্লাহর নেতৃত্বে জেলা হেফাজত
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৫ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আওয়ালকে সভাপতি, মুফতি বশির উল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফেরদাউসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা হেফাজতের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ নভেম্বর সোমবার বিকেলে শহরের ডিআইটি জামে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী এই কমিটির ঘোষণা দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জুনায়ে আল হাবিব।
১২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন ৩৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ৬ জন, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ৮ জন, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৩ জন, অর্থ সম্পাদক হিসেবে একজন এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন ৭জন, প্রচার সম্পাদক হিসেবে একজন এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ৫জন, অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন ২০ জন এবং সদস্য হিসেবে রয়েছেন ১৬।