শীতলক্ষ্যায় ভাসিয়ে দিব : খোকন সাহা
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:২৬ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জে ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করা হলে হাত কেটে দিবো। হাত কেটে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিব। আমরা জানি কারা ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করছেন। আমাদের অস্তিত্বের উপর হাত দিয়েছেন। আমাদের অস্তিমজ্জার উপর হাত দিয়েছেন। বাংলাদেশের জাতীয় পতাকার উপড় হাত দিয়েছেন। এটা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় এটা বাংলাদেশের স্বাধীনতার অংশ সার্বভৌমত্বের অংশ।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
৬ ডিসেম্বর রোববার বিকেলে ২নং রেলগেইট এলাকার আওয়ামী লীগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খোকন সাহা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে। জুনায়েদ বাবুনগরীরা জিয়াউর রহমানের ভাস্কর্য সংরক্ষণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুমকি দেয় এবং ভাস্কর্য ভাঙ্গে। ওই সন্ত্রাসী মৌলবাদীদের ঠাঁই হবে না। পরিস্কার ভাবে বলে দিতে চাই শেখ হাসিনার আমলে জঙ্গীবাদ মৌলবাদের উত্থান আমরা হতে দিব না। মৌলবাদী সংগঠনগুলো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এটাই আওয়ামী লীগের দাবী। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।