তারেক রহমান আসলে ঝাঁপিয়ে পড়বে আড়াইহাজার বিএনপি
আড়াইহাজার করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

আড়াইহাজারে ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তাররের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পারভিন আক্তার বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার লুটপাট, দুর্নীতি, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি চালাচ্ছে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, ন্যায় বিচার নেই, ব্যাংকে টাকা নেই, মানুষের চাকরি নেই। মানুষের মৌলিক অধিকার নেই। গণতন্ত্র পুনরায় উদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাক আসা মাত্রই আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা কর্মীরা যুগান্তকারী ভূমিকা রাখবেন এবং আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেন।
সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা ওলামা দলের সভাপতি মো: বেনজীর আহমেদ বেনু ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু প্রমুখ।