রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:২১ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করা হয়।
মিছিল থেকে দ্রুত এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়। যদি তা না হয় তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে দূর্বার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
এতে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা ছাত্রদল নেতা আলমগীর হোসেন, রাকিবুল হাসান রাকিব, আশরাফুল ইসলাম, জুবায়ের মোল্লা, জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির টিটু, পাবেল মোল্লা, রিয়াদ হাসান শামীম, নয়ন মোল্লা, অন্তর দাস, হাবিবুর রহমান, হাসিবুল হাসান সৌরভ, ওসমান, রাসেল, সানি, শিমুল, মোক্তার প্রমুখ।