জিএম কাদেরের জন্য সোনারগাঁয়ে দোয়া
সোনারগাঁও করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির নির্দেশায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনায় ১৬ জানুয়ারী বাদ মাগরিব সোনারগাঁও উপজেলা ও পৌরসভার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্ধবগন্জ জাতীয় পার্টি পৌরসভা কার্যালয়ে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, হাজী লিয়াকত আলী, হাজী গরীব নেওয়াজ, জেলা জাতীয় পার্টি নেতা অখিল উদ্দিন মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মোঃ শহীদ, কাউন্সিলর রফিকুল ইসলাম, আক্তার হোসেন ভূইয়া, মোশাররফ মোল্লা সহ নেতৃবৃন্দ।