সরকার ব্যর্থ : পারভীন আক্তার
আড়াইহাজার করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫০ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

আড়াইহাজারে ১৯ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫ জন্মদিন পালন করা হয়েছে।
উপজেলা সদরে আশিক সুপার মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
থানা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদউল্লাহ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, বিএনপির সিনিয়র নেতা লাল মিয়া মেম্বার, সাবেক ইউপি মেম্বার আমির হোসেন, থানা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, থানা মহিলা সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, আড়াইহাজার পৌরসভা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ দোয়া পড়ানো হয়।
পারভিন আক্তার বলেন, জিয়াউর রহমান মানুষের ভোটের অধীকার নিশ্চিত করেছিলেন। শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ‘মিড নাইট’ এই সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।