নৌকা মার্কায় ভোট দিবেন না : ভিপি বাদল

স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:০৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

নৌকা মার্কায় ভোট দিবেন না : ভিপি বাদল

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেছেন, কেউ যদি দলে থেকে দলের বদনাম করে তাকে নৌকা মার্কায় ভোট দিবেন না। যারা মসজিদে মন্দিরে গির্জায় যায় ওদের বিরুদ্ধে মেয়র কথা বললে ভয় পাবেন না। আপনাদের সাথে আমি ভিপি বাদল আছি শামীম ওসমান আছেন খোকন সাহা আছে সেলিম ওসমান সাহেব আছেন। এই নারায়ণগঞ্জে মেয়র নমিনেশন চাওয়ার আছে এই দেবোত্তর সম্পত্তিটা দোবোত্তর সম্পত্তির নামে লিখে দেন। আর নয়তো আপনারা কি তাকে আর ভোট দিবেন। এসময় উপস্থিত নেতাকর্মী সহ সবাই বলে উঠে, ‘না’।

৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ১৪ নং ওয়ার্ডের দেওভোগ জিউস পুকুরের পাশের সড়কে গণসমাবেশের আয়োজন করেন জেলা হিন্দু সম্প্রদায়। এসময় অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবারের বিরুদ্ধে শহরের দেওভোগ এলাকার জিউস পুকুর অবৈধ দখলের অভিযোগ ওই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাদল বলেন, জিউস পুকুর উদ্ধারের দাবিতো নাজিম উদ্দিন মাহমুদের সময়ে এই দাবি উত্থাপিত হয়েছিল উনারা আমার বক্তব্য ভুল বুঝেছিলেন। সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর এই দাবি কেন এখন পর্যন্ত আদায় হয়নি। জানতে চাই সিটি মেয়রের কাছে এবং জিজ্ঞাসা করতে চাই কার বিরুদ্ধে মামলা করেছেন। কেন মামলা করেছেন কিসের এতো স্বাদ। কিসের এতো স্বপ্ন আপনার।

তিনি আরো বলেন, আমার বাবা ছিলেন ক্ষুদ্র একজন চাকরিজীবী। ঘরে থাকার জায়গা ছিলনা। অনেকে বলেছেন, স্টেশনের কোয়াটারে থেকে বড় হয়েছি। ধাক্কা দিয়ে দিলে আমি বঙ্গপোসাগরে চলে যাব নামটা হইছে মতলববাসী। এদেশে বহু মতলবের বাসিন্দা আছেন। হিন্দু মুসলমান খ্রিষ্টান ভাইয়ের আছেন। নারায়ণগঞ্জের-৪ ও ৫ আসনের এমপি সেলিম ওসমান ও শামীম ওসামনের কাছে আমাদের দাবি-এই দাবি করে পূরণ হবে। আর আমার বন্ধু খোকন সাহাকে নিয়ে কেউ যদি কথা বলে নারায়ণগঞ্জ শহরে দাউ দাউ করে আগুন জ্বলবে। আর ওই আগুনে জ্বলে পুড়ে ছারখার হবেন আপনি।

বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের দাবি রইলো বিচার চাই, কেন আমার বন্ধু খোকন সাহার বিরুদ্ধে মামলা করলো। পাইছেন কি আপনে। আপনি একদিকে বলেন ডিআইটি মসজিদ ভেঙে দিবেন আরেক দিকে দেবোত্তর সম্পত্তি দখল করবেন। ও ভাই হিন্দু মুসলমান আমরা কি আছি, আমরা কি সবাই আছি। দুই হাত তুলে দেখান আমরা কি সবাই জেগে আছি কিনা। শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দেবোত্তর সম্পত্তি নিতে দিবনা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম সহ প্রমুখ।


বিভাগ : রাজনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও