ভাষা শহীদদের প্রতি এমপি খোকার শ্রদ্ধা
সোনারগাঁ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৪০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন।
২১ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও জাতীয পার্টির নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলে এমপি খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ভূঁইয়া মাকসুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, কাজী নাজমুল ইসলাম লিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।