লঞ্চডুবিতে প্রাণহানির : দিপুর শোক
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৫ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কোস্টার ট্যাংকারের ধাক্কায় লঞ্চ ডুবে যাওয়া ও ৩৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, এই প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মৃত্যু কখনও কাম্য নয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন।
দিপু আরও বলেন, করোনাকালিন সময়ে এখানে কোনো স্বাস্থবিধি তো মানাই হয়নি এবং সাধারণ নিয়ম কানুনও মানা হয়নি। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি অবিলম্বে তদন্ত করে যাদের অবহেলার কারণে এতগুলো প্রাণ ঝরে গেলো তাদের আইনের আওতায় আনার অনুরোধ করছি।