শ্বশুর হারালেন বিএনপি নেতা আজাদ
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০২:৪৫ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের শ্বশুর খন্দকার নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
বুধবার (৭ এপ্রিল) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া। তিনি জানান, দুপুর পৌনে ১২ টায় রাজধানীতে ধানমন্ডি এলাকার নিউ গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।