পরিবর্তনে ভিন্ন সুর
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১২:০৩ এএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

হঠাৎ করেই মোড় ঘুরে গেলো শামীম ওসমান পন্থী আওয়ামী নেতাদের। ঘটা করে কর্মীসভা ডাকা হলো ২৭টি ওয়ার্ডে। প্রতিটিতেই মেয়রের সমালোচনায় মুখর হলেন তারা। স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তনান মেয়র আর পাচ্ছেন না মনোনয়ন। পরিবর্তনের হাওয়ায় ভাসছে নারায়ণগঞ্জ। নেতাদের বক্তব্যের কর্মীরা হলেন উৎফুল্ল। কিন্তু মাস না গড়াতেই সুর পাল্টে গেলো তাদের। পরিবর্তনের হাওয়ার কথা যারা বলছিলেন তাদের সুরেই এলো পরিবর্তন। নিজেদের অবস্থান ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া ওসমানপন্থীদের জন্য নতুন কিছু নয়। তবে তাদের পরিবর্তন দেখে আবারও হাস্যরস তৈরী হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
ধারাবাহিক ২৭টি ওয়ার্ডে কর্মীসভা শেষ করে আবারও পৃথক পৃথক স্থানে কর্মী সভা, দলীয় সভা চালাচ্ছেন শামীম ওসমান পন্থী নেতারা। প্রথম দফার কর্মীসভায় সুর ছিলো ‘পরিবর্তনের হাওয়া বইছে’, ‘আর নমিনেশন পাবেন না’। কিন্তু ২য় দফার সভাগুলোতে সেই সুর পাল্টে যুক্ত হয়েছে ‘ভোটের মাধ্যমে প্রতিহত করা হবে’, ‘মেয়রের জন্য ভোট চাইবেন না’, ‘ভোট শামীম সেলিম ভাইয়ের মত মানুষকে দিবেন’ এবং ‘আইভী আওয়ামী লীগের কেউ না’।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেশ কয়েকটি কর্মীসভায় মেয়র আইভীকে ইঙ্গিত করে বলেছেন ‘আর নমিনেশন পাবেন না, এবার মূল্যায়িত হবে যারা বিএনপির আক্রোশের শিকার হয়েছিলো’। একই ভাবে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল বেশ কয়েকটি সভায় মন্তব্য করেছিলেন যে, ‘পরিবর্তনের হাওয়া বইছে নারায়ণগঞ্জে’।
তবে এর কয়েকদিন পর নারায়ণগঞ্জে পরিবর্তনে হাওয়া না বইলেও শামীম ওসমানপন্তীদের কন্ঠে ঠিকই পরিবর্তন এসেছে। একদিকে শাহ নিজাম বলছেন ‘ভোটের মাধ্যমে প্রতিহত করা হবে, মেয়র আওয়ামী লীগের কেউ নন’। আবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন ‘শামীম সেলিম ভাইয়ের মত ভালো মানুষকে ভোট দিবেন’।
নামে বিরোধী দলের সাংসদ হলেও আওয়ামী লীগ ভক্ত সেলিম ওসমানও মেয়রের ইস্যুতে সরব হয়েছেন। তবে তিনি বার বার টেনে আনছেন ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। সম্প্রতি ২৮ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর দুটি সভায় মেয়রকে ক্ষমা চাইতে বলেন। তিনি বন্দরে জন্মদিন অনুষ্ঠানে বলেন, ‘আপনার কপালে রাখে তাহলে অবশ্যই আপনি আবার মেয়র হতে পারবেন। মুখ দিয়ে যা বলেছেন তাই করেন, আমার কাছে কোন ভেদাভেদ নাই। অনেক মানুষকে ভালো বলেছেন, এই ভালো মানুষদের সাথে চলার চেষ্টা করেন। আপনি চামচাদের পাল্লায় আর পইরেন না। আপনি নগরবাসির কাছে মাফ চান। আমরা মশার কষ্ট, পানির কষ্ট, ময়লার কষ্ট যেই কয়দিন পেয়েছি তা অনেক’।
৩০ সেপ্টেম্বর সমবায় সমিতি ভবনে বক্তব্য প্রদানকালে সাংসদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি উনাকে নমিনেশন দেন, আর উপর আল্লাহ যদি সহায়ক হন তাহলে আরেক মেয়াদে মেয়র হবেন। তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন দরকার নেই। দেখা যাক কপালে কি আছে। এই বছর নির্বাচনে সিটি করপোরেশনের মেয়র যে হবে তিনি আমাদের গার্ডিয়ান হবেন। তিনি যদি ভালো হয়ে যান সেই মহিলার মত, যে নাকি কুকুরকে পানি খাওয়াইসিলো। তাহলে মাফ কেন পাওয়া যাবে না? মানুষতো ভুল করলে শুধরাতে পারে। শুধরাতে পারার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দেন তাহলে কি করার থাকবে আমাদের? কিছু করার নেই। নৌকা ছাড়া তো উপায় নাই’।
সংশ্লিষ্টরা বলছেন, দুটি স্থান থেকেই বর্তমানে স্পষ্ট বার্তা আসছে যে মেয়র আইভীই পেতে যাচ্ছেন নৌকার মনোনয়ন। আর সেই কারণেই শামীম ওসমানপন্থীরা বদলে নিয়েছেন সুর। আর সাংসদ সেলিম ওসমান ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছেন। দিনশেষে তার পক্ষেই ভিড়তে হবে এমন বার্তা স্পষ্ট হওয়ায় ধীরে ধীরে বিষোদগার থেকে সুর বদলে নরম হচ্ছেন তারা।