নারায়ণগঞ্জ শহরে মন্ত্রীপুত্রে এত ভয়
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৭ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর যোগ্য উত্তরসূরি হিসেবে আবির্ভূত হচ্ছেন ছেলে গাজী গোলাম মুর্তজা পাপ্পা। স্থানীয় ও জাতীয়ভাবে সকল জায়গাতেই তিনি সমানভাবে নিজের স্থান অলংকৃত করে চলেছেন। আর তার এই অর্জনে নারায়ণগঞ্জের অনেক রাজনীতিবিদরা নিজেদেরকে গর্ববোধ মনে করছেন। সেই সাথে অভিনন্দনও জ্ঞাপন করছেন। তবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মুর্তজা পাপ্পাকে এই অর্জন ও অভিনন্দন অনেকেরই সহ্য হচ্ছে না। নারায়ণগঞ্জ শহরে তার পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো উপস্থিতিই মেনে নিতে পারছে না একটি মহল। তাকে যে কোনোভাবেই হোক আটকিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবশেষ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় লাগানো প্ল্যাকার্ড সরিয়ে ফেলা হয়েছে। যা নিয়ে চলছে অনেক আলাপ আলোচনা।
জানা যায়, গাজী গোলাম মুর্তজা পাপ্পা বেশ সুনামের সাথেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে একের পর এক উচ্চ আসনে আরোহণ করছেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সক্রিয় রেখেছেন। রূপগঞ্জ এলাকার স্থানীয় রাজনীতি তথা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি বেশ সমাদৃত।
সকল পর্যায়েই গোলাম মুর্তজা পাপ্পার সমানভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। সেই সাথে সামাজিক কর্মকান্ডেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে করোনাকালিন সময়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জনসেবা নিয়ে জনগণের দৌড়গোড়ায় হাজির হয়েছেন। নিজেকে সবসময় জনগণের সেবায় ব্যস্ত রেখেছেন।
এসকল কর্মকান্ডের পাশাপাশি যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আরও বিভিন্ন সংস্থা বেসরকারি প্রধান হিসেবে কাজ করেছেন। একাধারে টানা তিনবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন।
গত ৭ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ২৩ জন বোর্ড পরিচালক। সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে আবারও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের মধ্যে যৌথভাবে সর্বাধিক ভোট পেয়েছেন।
ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা পাপ্পা। পাপনের সমান ৫৩ ভোট পেয়েছেন তিনি। আর তার অর্জন নিসন্দেহ নারায়ণগঞ্জের জন্য গর্বের। তার এই অর্জনে গর্বিত নারায়ণগঞ্জবাসী। সেই সাথে পাপ্পার এই জয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারই অংশ হিসেবে পাপ্পাকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকাজুড়ে প্ল্যাকার্ড টাঙ্গানো হয়েছে। কিন্তু এসকল প্ল্যাকার্ড টাঙ্গানোর কয়েকদিনের মধ্যেই সেগুলো শহরের চাষাঢ়া এলাকা থেকে সরিয়ে ফেলা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বক্তব্য হচ্ছে, বিসিবির কার্যনির্বাহী পরিষদের পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা পাপ্পাকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড টাঙ্গিয়েছিলাম। সব জায়গায় প্ল্যাকার্ড রয়েছে। কিন্তু চাষাঢ়া এলাকার প্ল্যাকার্ডগুলো কে বা কাহারা সরিয়ে নিয়ে গেছে। এটা ঠিক হয়নি। আমি এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, পাপ্পা গাজী একজন মন্ত্রীর ছেলে। আওয়ামী লীগের রাজনীতিতে তার একটি অবস্থান রয়েছে। তিনি বিসিবির কার্যনির্বাহী পরিষদের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এটা আমাদের নারায়ণগঞ্জের জন্য গর্বের। তাকে যে কেউ অভিনন্দন জানাইতে পারে। আমরাও অভিনন্দন জানিয়েছি। কিন্তু চাষাঢ়া বিলবোর্ডগুলো সরিয়ে নিয়েছে। আমরা জানি কারা এই কাজটি করেছে। যারাই করুক তারা এই কাজটি ঠিক করে নাই। আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।
এদিকে গাজী গোলাম মুর্তজা পাপ্পার শুভেচ্ছা সংবলিত প্ল্যাকার্ড সরিয়ে ফেলায় নারায়ণগঞ্জের রাজনীতিতে চলছে নানা আলাপ আলোচনা। শহরে এত প্ল্যাকার্ড থাকতে পাপ্পার প্ল্যাকার্ড কেন সরিয়ে ফেলা হবে?