আল্লাহর বিচার ঠেকানোর ক্ষমতা কারো নাই
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

‘‘সারা পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আকাশ ও জমিনের মাঝে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। বিশ্বের বৈজ্ঞানিকরা আজও প্রমাণ করতে পারেনি প্রাকৃতিক কোনো সম্পদ আল্লাহর সৃষ্টি নয়। আসমান-জমিন সহ ১৮ হাজার মাখলুকাত মহান আল্লাহর হুকুমে চলছে। সকল প্রাণী জগতের জন্মমৃত্যুও আল্লাহর হাতে। আল্লাহর বিধান ছাড়া যারা পৃথিবীতে চলছে পরকালে তাদের কঠিন বিচার হবে। আল্লাহর বিচার ঠেকানোর ক্ষমতা কারো নাই।’’
১৯ অক্টোবর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের কার্যালয়ে এক মিলাদ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সামছুর রহমান খান বেনু উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, পৃথিবীতে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষ রয়েছে। আল্লাহপাক একমাত্র ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম এবং পবিত্র গ্রন্থ আল কোরআনকে ঘোষণা করেছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও মারামারি করতে আল্লাহ মানুষকে নিষেধ করেছেন। যারা ধর্ম নিয়ে ভারাভারী ও আল্লাহকে অস্বীকার করছে তাদের পরকালে পরিণতি হবে ভয়াবহ। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবরাহার শক্তিও আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। আমরা ধর্ম নিয়ে ভারাভারী চাইনা, গোটা বিশ্বে শান্তি চাই। কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজামন্ডপে পবিত্র কোরআন যেভাবে অবমাননা করেছে তা ক্ষমার যোগ্য নয়। কোনো জাতি তা মেনে নেবে না। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থাগ্রহণের দাবি জানান সামছুর রহমান খান বেনু।