সম্প্রীতির সমাবেশ শান্তির শোভাযাত্রা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:০১ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ নেতারা। ১৯ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশ পালন করেন তারা।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ নিজামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক খোকন সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, মহানগর আওয়ামী লীগের সদস্য শিখন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা চলমান সাম্প্রদায়িক সংঘাতের জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকে দায়ী করেন। তারা বলেন, চলমান এই সংঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে দেয়ার পাঁয়তারা চলছে। সরকার যখন উন্নয়নের দিকে হাটছে তখন তাকে ফেলে দেয়ার জন্য এই চক্রান্ত শুরু হয়েছে। আর এর সাথে রয়েছে বিএনপি জামাত সহ স্বাধীনতা বিরোধী শক্তি। এই অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহরে শান্তির শোভাযাত্রার ব্যানারে মিছিল করেন। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক ঘুরে পুনরায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। এই মিছিলে কয়েক শত নেতাকর্মী বৃষ্টিতে ভিজেই অংশ নেন।