শামীম ওসমান বলেছিলেন ষড়যন্ত্র হচ্ছে
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:০৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেছেন, যখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত জাতি হিসেবে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছিল ঠিক সে সময় আমাদের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আমাদের ডেকে বলেছিল বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এ ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য। সে ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ যুবলীগ সহ সকল সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আমরা যখন নেতা শামীম ওসমানের নির্দেশনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীলের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে আমরা যখন পথসভা করেছি। সে সময় আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছিলাম।