সমাবেশ সম্প্রীতির বিষোদাগার আইভীর

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সমাবেশ সম্প্রীতির বিষোদাগার আইভীর

চাষাঢ়া শহীদ মিনারে হাজারো নেতাকর্মী একত্রিত করে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছেন শামীম ওসমান পন্থী আওয়ামী লীগ নেতারা। ব্যানারে ‘মহানগর আওয়ামী লীগ’ নাম দেয়া থাকলেও জেলা, মহানগরের একাংশ নিয়ে পালন করা হয় এই সমাবেশ। ব্যানারে সম্প্রীতির বার্তা থাকলেও এই মঞ্চেও ইশারা ইঙ্গিতে মেয়র আইভীকে খোঁচা মারতে ভুলেননি তারা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ শুরু করেন আওয়ামী লীগের নেতারা। একই দিন কমিটির সভাপতি আনোয়ার হোসেনের আরেকটি সভা আয়োজিত হবার কথা ছিলো। বিষয়বস্তুও ছিলো এক, তবে তা আয়োজিত হয়নি। আর তাই নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন চাষাঢ়ার সমাবেশে।

সভার শুরু থেকে বেশ স্বাভাবিক ভাবে চলছিলো বক্তব্য প্রদান। একই মাঝে কমিটির কার্যকরী সদস্য শিখন সরকার বক্তব্য প্রদানকালে তুলে ধরেন সেই দেবোত্তর সম্পত্তি দখলের কথা। মূলত তারা যেই দেবোত্তর সম্পত্তির বিষয়ে কথা বলেন তা হচ্ছে মেয়র আইভী ও তার পরিবারের বিরুদ্ধে জিউস পুকুর অন্যায্যভাবে দখলে রাখার অভিযোগ। সেই বিষয়টি এখানে টেনে এনে পুনরায় আইভী বিষেদগার করেন তিনি। অথচ পুরো বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যেও একই ইঙ্গিত দেন মহানগর সেক্রেটারি খোকন সাহা। তিনি সম্প্রীতির সমাবেশে দাঁড়িয়ে একধাপ এগিয়ে পরামর্শ দেন দেবোত্তর সম্পত্তির দখলকারীকে ভোট না দিতে।

তিনি বলেন, প্রিয় ভাইয়েরা সাবধান থাকবেন। যারা দেবতার মূর্তি ভাঙেন, যারা মসজিদের জায়গা খান, মন্দিরের জায়গা খান, তারাও কিন্তু সাম্প্রদায়িক শক্তি। এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই গোষ্ঠী আমাদের দলে ঘাপটি মেরে বসে আছে। তাদের কাছ থেকে আপনাদের সচেতন থাকতে হবে। যারা এদেশের ধর্মীয় সংখ্যালঘুর সম্পত্তি খেয়েছে, দেবোত্তর সম্পত্তি খেয়েছে, মসজিদের জায়গা দখল করেছে তাদেরকে আগামীতে আপনারা নির্বাচিত করবেন না। আমি নির্বাচিত না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সম্প্রীতির সভায় প্রকাশ্যে একটি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য এবং অভিযোগ প্রমাণিত হবার পূর্বেই দোষী বানিয়ে দেয়া নিয়ে সমালোচনা শুরু হয় দল জুড়ে। চলমান সংকট যেখানে নেতারাই বলছেন আওয়ামী লীগের জন্য ক্ষতিকর তখন তারাই আবার বিভেদ ডেকে আনছেন। এমন পরিস্থিতিতে ঐক্যের ডাক দেয়ার বদলে পুনরায় বিভাজন তৈরী করা তাদের জন্যেই বুমেরাং হবে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বোদ্ধারা।


বিভাগ : রাজনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও