জেলা আওয়ামী লীগের ব্যানারে বাদলের একক শোভাযাত্রা
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:২৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মকান্ডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল একা হয়ে পড়েছেন। তিনি একা একদিকে আর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুরো কমিটি অন্যদিকে। সেই সাথে তার সাথে কেউ এসে দলীয় কর্মসূচিও পালন করতে চায় না। ফলে তিনি একাই জেলা আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি ১৯ অক্টোবর মঙ্গলবার সারাদেশে পালন করেছে আওয়ামী লীগ। কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্নস্থানে এই ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করে। বিকেলে ২নং রেলগেইট এলাকার জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরুর কথা বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাদল ছাড়া জেলা আওয়ামী লীগের অন্য কেউ উপস্থিত হননি।
ফলে বাদল একাই শোভাযাত্রা কর্মসূচি পালন করেছেন। তার সঙ্গী ছিলেন জেলা শ্রমিক লীগের বিতর্কিত কমিটির নেতারা।
জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসার পর থেকেই আবু হাসনাত মো. শহীদ বাদল একের পর এক ঘটনায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। সবশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের লক্ষ্যে কেন্দ্রে প্রেরিত নামে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের স্বাক্ষর ছাড়াই জমা দিয়েছিলেন।
এর আগে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা নিয়ে নেতাদের সমালোচনার পাত্র হয়েছেন। সভার একদিন আগে তিনি অসুস্থ হয়েছেন যেটাকে অন্যান্য নেতারা অসুস্থতার ভান হিসেবে আখ্যায়িত করেছেন। যা নিয়ে জেলা আওয়ামী লীগে তীব্র সমালোচনার ঝড় বয়ে গেছে।