যুবসংহতির জেলা ও মহানগর কমিটি
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

জাতীয় যুবসংহতি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলায় রিপন ভাওয়ালকে আহবায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব করে ১৩১ সদস্য এবং মহানগরে মোঃ রোমানকে আহবায়ক ও মাহামুদুল হাসান জনিকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির আহবায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন অনুমোদিত এ কমিটিকে আগামী একমাসের মধ্যে সম্মেলন করার জন্য বলা হয়েছে।
দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর সোনাকান্দায় একটি কার্যালয়ে নবগঠিত কমিটি দুটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. সানাউল্লাহ সানু। উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
কমিটি ঘোষণার পূর্বে সানাউল্লা সানু সর্বপ্রথম জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ ও নারায়ণগঞ্জ- ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করেন। পরে যুব সংহতির নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনকে তৃণমূল থেকে আরো সুসংগঠিত করে জাপা চেয়ারম্যান জি এম কাদের এর হাতকে শক্তিশালী করার দৃঢ় আহবান জানান এবং জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে তারুণ্য নির্ভর যুবশক্তিকে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাতায় এগিয়ে আসার আহবান করেন।
পাশাপাশি নারায়ণগঞ্জে যুব সংহতির কমিটি গঠন করায় নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা সহ যুবসংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক পদে মতিউর রহমান মুক্তি, মো. সালাউদ্দিন হিরণ, লিয়াকত আলী, সামসুজ্জোহা রাসেল, মহসিন আহমেদ, কাজী লিটু, জাহাঙ্গির হোসেন, কাওসার আহমেদ আলম, সিকান্দার আলী মাষ্টার, মো. মানিক, মো. জাহাঙ্গির আলম, মোশারফ হোসেন, মো. সেলিম মাহামুদ, মো. মশিউর হোসেন ভুইয়া, মো. সুমন প্রধান, মির্জা মনির হোসেন ও প্রদীপ কুমার দাস এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান লিয়ন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বাপ্পী, মো. ফারুক হোসেন, মো. বুলবুল আহমেদ, মো. বিপুল আহমেদ, মো. রায়হান শরীফ, হাবিবুর রহমান হাবিব, শেখ ফয়সাল ও এস এম রাসেল বাঁধন।