তৈমূরের জন্মদিনে স্বেচ্ছাসেবক দলের দোয়া
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ৬৮ বছর শেষ করে ৬৯ তে পা দিয়েছেন। তার এই জন্মদিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ বিভিন্নজন নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সাথে নানা কর্মসূচিও পালন করছেন।
তারই ধারাবাহিকতায় রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রূপগঞ্জে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদ আমির, আব্দুল হালিম, আফজাল হোসেন আজাদ, শফিউল আজম রাজু, মামুন সানি, ফেরদৌস, মামুন প্রধান, জজ মিয়া ও স্বপন প্রমুখ।