চুনোপুটিদের সাবধান করলেন মেয়র আইভী
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০১:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা নারায়ণগঞ্জে একদম সমানভাবে প্রাধান্য দিয়ে কাজ করে থাকি। পূজার সময়ে সিটি কর্পোরেশন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে থাকে। খ্রিস্টানদের বড় দিনের সময় বিভিন্ন কাজ করে থাকে। সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ। আমাদের শেষ ঠিকানাতেও আমরা একসাথে। সেই সম্প্রীতির জায়গা আমরা কাউকে বিশৃঙ্খলা করতে দিবো না। আর যারা সম্প্রীতির কথা বলে এই নারায়ণগঞ্জে জাতীয় স্বার্থকে বাদ দিয়ে ব্যক্তি আইভীকে নিয়ে রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জনাই। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বহির্বিশ্বের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার কথা, তখন নারায়ণগঞ্জের চুনোপুটি নেতারা আইভীর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন। পক্ষান্তরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করেন। দেশ যখন অস্থির সারা বাংলাদেশে যখন আগুন জ্বালানোর চেষ্টা চলছে তখন শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যারা মিথ্যাচার করে তারাই এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দিচ্ছে। নারায়ণগঞ্জে বিগত এক বছর যাবৎ অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। এই সম্প্রীতির শহরে রাজনৈতিক কারণে ব্যক্তি আইভীর বিরুদ্ধাচরণ করতে ষড়যন্ত্র করার জন্য হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। আমি আবারো তাদের সাবধান করে দিচ্ছি।
২৩ অক্টোবর শনিবার সকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। মেয়র আইভীর নেতৃত্বে নগরীর চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত সড়কের ফুটপাতে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে অসম্ভব অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের বসবাস। সম্প্রীতির শহর এই নারায়ণগঞ্জ। অথচ এই নারায়ণগঞ্জে যারা সম্প্রীতির কথা বলে জাতীয় স্বার্থকে বাদ দিয়ে ব্যক্তি আইভীকে নিয়ে রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানাই।`