আমি কিছু বললেই দোষ : সেলিম ওসমান
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:৪৬ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, একটি সংসারে প্যাচ লাগাতে পারে কিংবা জোড়া লাগাতে পারে একজন তিনি হলেন বাবার শালা। তিনি বড় অশান্তি লাগাতে পারে। দুলা ভাইয়ের বাসায় বসে তিনি প্যাচ লাগাতে পারে। এরকম ‘মামু’ আমাদের অনেক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনে রয়ে গেছে। এরা উকিলপাড়া, টানবাজার, নয়ামাটিতেও আছে। তারা নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য পুলিশ, ভ্যাট, ট্যাক্সের কাছে ইনফর্ম করে। এসব মামুদের শনাক্ত করতে হবে। আমাদের এখন আলোচনা চলছে। মামুরা একটু সাবধান হোন।
সেলিম ওসমান আরো বলেন, আমি কিছু বললে দোষ হয়ে যায়। আমি একজন ক্ষুদে ব্যবসায়ী। আমি ওসমান পরিবারের বড়াই করি না। আমি মাছ বিক্রি করেছি। কিন্তু আমাদের অনেক দোষ ধরা হয়। আর এভাবে দোষ ধরলে সামনে লোকজন কিছু করতে চাইবে না। কারণ আমি প্রত্যেকটি ইউনিয়নে ৭টি স্কুল করেছি। নারায়ণগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ের মত করে দিচ্ছি। কিন্তু একজন বলে ফেলেন আমি নাকি নারায়ণগঞ্জে কামিয়ে ঢাকায় নিয়ে যাই বস্তায় ভরে। এসব কথা বললে তো আর কেউ কাজ করতে চাইবে না। তখন সবাই বলবে ওইযে সেলিম ওসমান স্কুল করার পরেও বলছে যে এটা করেছে ওইটা করেছে।
শনিবার ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সমবায় ব্যাংক ভবনের ষষ্ঠ তলায় ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ৩৩ ও ৩৪ তম এজিএমে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন।