মদনপুরে বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলেন ভিপি বাদল

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:৫৪ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

মদনপুরে বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলেন ভিপি বাদল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী গাজী এম এ সালামের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী শেখ রুহুল আমিনকে মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল।

৩০ অক্টোবর রাতে মদনপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গাজী এম এ সালামের নির্বাচনী প্রধান ক্যাম্প উদ্বোধনের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে বাদল ওই ঘোষণা দেন।

আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা মার্কার একজন প্রার্থীর। সেখানে একটি ইউনিয়নে আওয়ামী লীগের দুইজন প্রার্থী কি করে থাকে? আজ এখানে এসে এই পথ সভায় জনগণের দাবী ছিলো আমার কাছে বিদ্রোহ করে নৌকার বিরোধিতা করে কিভাবে আওয়ামী লীগের পদ অক্ষুন্ন থাকে তাকে কেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে না। তার জবাবে আমি আমার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতার সাথে আলোচনা করি তিনি আমাকে এই মাত্র মুঠোফোনে সরাসরি বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে উপেক্ষা করে বিদ্রোহী করবে তার সাথে কোন আপোষ নেই। তাকে বাংলাদেশ আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার স্থায়ী বহিষ্কারের কাগজ ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।


বিভাগ : রাজনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও