মেয়র এমপি সমর্থনে এগিয়ে আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০২:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

মেয়র এমপি সমর্থনে এগিয়ে আনোয়ার

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইতোমধ্যে এগিয়ে আছেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেন। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। এরই মাধ্যমে দলীয় মনোনয়ন যুদ্ধে ইতোমধ্যে রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সকল প্রার্থীরা মনোনয়ন বোর্ডের সদস্যদের দিক ছুটছে।

একাধিক সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম ছাড়ার পর থেকে অনেক প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন। দলের মনোনয়ন নিয়েই নারায়ণগঞ্জে আসতে চাচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতা জানিয়েছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। তারা ইতোমধ্যে সেন্ট্রাল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ স্থানে আনোয়ার হোসেনকে মনোনয়ন দেয়ার আহবান জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও সরকার দলের মন্ত্রী গাজী গোলাম দস্তগীর এখনো কোন প্রার্থীকে সমর্থন দেয়নি। তিনি দলের সভানেত্রীর প্রার্থীকে সমর্থন দিবেন বলে জানিয়েছেন একাধিক সূত্রে।

নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের এমপিদের প্রার্থী রয়েছেন ইতিমধ্যে তিনজন। তারা অবশ্যই প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়নি। আসন্ন জেলা পরিষদের চেয়ারম্যান যেই হোক না কেনো, তাকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে গুঞ্জন শোনা যাচ্ছে।আব্দুল হাইকে নিয়ে তারা বলেন, আব্দুল হাই ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক। জেলা পরিষদের প্রশাসক থাকাবস্থায় জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সভাপতি করেন। জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব পালনকালে তার পাশে সব সময় দেখা যেত মিজানুর রহমান বাচ্চুকে। তিনি এবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাকে কোন এমপি বা জনপ্রতিনিধি সমর্থন দিয়েছে কি না তা প্রকাশ হয়নি। কিন্তু বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র জমাকালে অনেক সিনিয়র নেতা ও জনপ্রতিনিধিরা পাশে ছিল আব্দুল হাইয়ের।

মনোনয়ন কিনেছেন, গতবারের ক্রয় করা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মতিন মাস্টার।

ক্রয়কৃত প্রার্থীদের মধ্যে এমপি শামীম ওসমানের আস্থাভাজন রয়েছেন বাবু চন্দন শীল, খোকন সাহা, ভিপি বাদল। একক ভাবে প্রথম দলীয় মনোনয়ন সংগ্রহ করেন আরজু রহমান ও মতিন মাস্টার।


বিভাগ : রাজনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও