মাহে রমজানের পবিত্রতা রক্ষায় খেলাফত মজলিসের স্বাগত মিছিল ও সমাবেশ
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৪৪ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেলের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ২৬ মে শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিস শহরে স্বাগত মিছিল পূর্ব সমাবেশ করেছে। জেলা সভাপতি মুহাম্মদ সিরাজুল মামুনের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন, মহানগর সভাপতি ডাঃ এস. এম. মোসাদ্দেক, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্আলম, ইসলামী ছাত্র মজলিসের শহর সভাপতি মোঃ শাব্বির হোসেন, খেলাফত মজলিস নেতা নূর মোহাম্মদ, হাফেজ আওলাদ হোসেন, কামরুল হাসান পায়েলসহ অন্যান্যরা। বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের আদর্শ আমাদের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে।
এই পবিত্র রমজান মাসে হোটেল রেস্তোরা ও সিনেমা হল বন্ধ রাখতে হবে। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেলসহ সকল পন্যের দাম সহনীয় মূল্যে রাখতে হবে। খেলাফত মজলিসের সমাবেশ শেষ করেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্তর থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি গিয়ে শেষ হয়। পরিশেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।