মাদক ও জঙ্গী বিরোধী কেন্দ্রবিন্দু মসজিদ : সেলিম ওসমান
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৫৭ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার

শহরের চাষাঢ়া ও গলাচিপা এলাকায় দু’টি মসজিদের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান।
শুক্রবার (২ জুন) বাদ আসর চাষাঢ়ায় অবস্থিত বাগে জান্নাত জামে মসজিদের উন্নয়নের জন্য ১৫ লাখ টাকা এবং গলাচিপা জামে মসজিদের উন্নয়নের জন্য কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন এমপি সেলিম ওসমান। পাশাপাশি গলাচিপা জামে মসজিদের উন্নয়নে আরো ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদেও আরো অনুদান দেয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া পার্শ্ববর্তী দারুল উলুম বাগে জান্নাত মাদরাসাটির উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বাদ আসর প্রথমে বাগে জান্নাত জামে মসজিদে ও এরপরে গলাচিপা জামে মসজিদে যান সেলিম ওসমান। মসজিদ দু’টির উন্নয়ন কমিটির পক্ষ থেকে সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম ওসমান বলেন, প্রতিটি এলাকায় জঙ্গী ও মাদক বিরোধী প্রচারনার কেন্দ্রবিন্দু হতে পারে এলাকার মসজিদ গুলো। এলাকার মুরুব্বীগন যদি নিজ নিজ সন্তানদের সাথে করে নিয়ে মসজিদে আসেন তাহলে দেখা যাবে এলাকার সবার সাথে সবার সুসম্পর্ক গড়ে উঠেছে। আর প্রতিদিন ফজরের নামাজের সময় যদি জুম্মা নামাজের মত মসজিদ পরিপূর্ন হয় তাহলে দেখা যাবে কোন এলাকায় আর মাদক থাকবে না, জঙ্গীবাদ থাকবে না, আপনাদের দৈনিক কাজ গুলো করার জন্য দিনটাও বড় মনে হবে। তাই সকলের প্রতি আহবান রাখবো প্রতি এলাকার মসজিদ গুলো থেকে যেন জঙ্গীবাদ এবং মাদকের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র পরিচালক ও বাগে জান্নাত জামে মসজিদের কার্যকরী পরিষদের সভাপতি আবু আহম্মেদ সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বাগে জান্নাত জামে মসজিদের সহসভাপতি আবুল হোসেন কামরান, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, উপদেষ্টা হাজী আইনুল কবির, সিরাজুল ইসলাম মাষ্টার, কার্যকরী সদস্য সামছুল হক বাচ্চু, আবুল কালাম আজাদ জুয়েল, শরীফ সুমন, ফারুক আহাম্মদ রিপন, গলাচিপা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি ফজলে রাব্বি চেঙ্গিস, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কামাল হোসেন, পলাশ, নাসির উদ্দিন মন্টু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।