বাবুরাইল আজমীরী গলিতে খাজা মঈনুদ্দিন চিশতীর ওরশ
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহি বাবুরাইল আজমীরী গলিতে তরিকরের পতাকা উত্তোলন করে সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৬৬ তম বাৎসরিক ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
রোববার ৭ ফেব্রুয়ারী বাদ যোহর শহরের দুই নং বাবুরাইল আজমীরী গলি মোড়ে হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সবন্দ আবুল ওলাই (রহঃ) প্রতিষ্ঠিত ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারী শুরু হয়ে ৭ রজ্জব ২০ ফেব্রুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ওরশ মোবারকে উদ্বোধন করবেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।
ওরশ মেবারকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন আজমীরী গলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মোঃ সহিদুল্লাহ, সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সহ সভাপতি মমতাজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বাবু, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম রুবেল, কমিটির সদস্য আব্দুল হালিম, ইসমাইল হোসেন রমজান, গোলাম সারোয়ার শুভ, ইকবাল বাবু, মোতালেব, শাহাজাহান, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকতের পীর ভাই ও আশেকান ভক্তবৃন্দ।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।