পদ্ম সিটি প্লাজায় সরস্বতী পুজা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ শহরের পদ্ম সিটি প্লাজায় ৫ম তম শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শহরের মিনাবাজার মহিম গাঙ্গুলি রোডের ভবনে বাকদেবী পূজা অর্চনা পূজারীবৃন্দ ওই পূজা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, ‘নতুন পোশাক পড়ে ছোট বড় সকল বয়সের ভক্তরা মন্ডপে আসেন। নিজ নিজ বই খাতা সরস্বতীর দেবীর উদ্দেশ্যে রাখেন। সকাল ১০টায় ‘ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমোস্ততে’ শ্রী শ্রী সরস্বতী দেবীর প্রনামমন্ত্র পড়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলী দেয়। পরে প্রসাদ নেয়। এছাড়াও নতুন শিক্ষার্থীরা সরস্বতীর কাছে হাতে খড়ি দেয়।’
এসময় উপস্থিত ছিলেন পদ্ম সিটি প্লাজার বাসিন্দা সুব্রত কুমার, অজয় পোদ্দার, রিপন পোদ্দার, রঞ্জন সাহা, বিজয় সাহা, কমল সাহা, ঝুমা সাহা, শেখর সাহা, শংকর রায়, গোপাল চৌধুরী প্রমুখ।