কাল সাবদী মদিনা জামে মসজিদ নির্মাণ উদ্বোধন
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৩০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাবদী সম্মিলিত মদিনা জামে মসজিদ নির্মাণ কাজ ২১ ফেব্রুয়ারী রোববার হতে শুরু হচ্ছে।
সকাল ১১টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করবেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। মসজিদ কমিটির সভাপতি মো. শাহজাহান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন মেম্বার, সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের লিসানছ, শায়খ সিদ্দিকুর রহমান সাদেক ও শায়খ আকমল হোসেন মাদানী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।