দস্তরবন্দী মাথায় পাগড়ি
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৫ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষ্যে মাথায় পাগড়ি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টায় ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় মীরবাড়ি বাইতুল ওকবা জামে মসজিদ সংলগ্ন জামিয়া দারুস সালাম মাদ্রাসা লিল্লাহ বোর্ডি ও এতিমখানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মীর শাহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুননেছা রোমান দাখিল মাদ্রাসা এতিমখানা ও মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম।
সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ণ ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন মাতবর। অনুষ্ঠান পরিচালনা করেন বাইতুল ওকবা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহাদাত হোসেন মিয়া, সৈয়দ মোঃ শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা তাবলীগ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ মোস্তফা কামাল, কায়েমপুর পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আহসান বিন জামান প্রমুখ।