দাওয়াতুল ইহসানের মাসিক জোড় শবগুজারী শুক্রবার
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে মাসিক ইসলাহী জোড় ও শবগুজারী আগামী ১৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন মাগরিবের পর থেকে ডিআইটি মসজিদের ২য় তলায় এই মাসিক জোড় ও শবগুজারীর আয়োজন করা হবে।
এতে নসিহত করবেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি ও ঐতিহাসিক ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল। সেই সাথে দেশ বরে্য ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। সেখানে মেহমানদারীর ব্যবস্থা থাকবে এবং সকলকে সাথে সামানা আনার জন্য অনুরোধ করা হয়েছে দাওয়াতুল ইহসানের পক্ষ থেকে।