শামীম ওসমানের শ্বশুরের মৃত্যুতে আউয়ালের শোক
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের শ্বশুর ও নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর বাবা হাজী সাইফুদ্দিন আহাম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি, ডিআইটি মসজিদের খতিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খাস কমিটির সদস্য আল্লামা আব্দুল আউয়াল।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে আব্দুল আউয়াল বলেন, হাজী সাইফুদ্দিন আহাম্মেদ একজন ভাল ও ধার্মিক মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মর মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাদের ধৈর্য্য ধারণ করার শক্তি প্রদান করেন।
প্রসঙ্গত, শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স ছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।