নারায়ণগঞ্জবাসীকে ডিসির শারদীয় শুভেচ্ছা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৩ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন জাগো হিন্দু পরিষদ জেলা ও মহানগরের নেতারা। এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান।
১১ অক্টোবর সোমবার দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন সকালে চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে ফুল দিয়ে ওই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজল, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, জেলার কার্যকারী সদস্য প্রভাশীষ চক্রবর্তী বিল্টু, জাগো হিন্দু পরিষদ মহানগরের আহবায়ক উজ্জ্বল ঘোষ।