সিদ্ধিরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন পুলিশের
সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৬ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ নাজমুল হাসান।
সোমবার (১১ অক্টোবর) রাত ৯ টায় চিত্তরঞ্জন পুকুর পাড় দুর্গা মন্দিরসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকসহ থানা পুলিশের সদস্যরা। এ সময় এএসপি দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ নাজমুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়।