নারায়ণগঞ্জে জশনে জুলুস শোভাযাত্রা

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩২ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে জশনে জুলুস শোভাযাত্রা

পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে জশনে জুলুস ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

২০ অক্টোবর বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের পাশে আবেদীয়া জামে মসজিদের সামনে থেকে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শোভাযাত্রা বের হয়।

পরে সকাল সাড়ে ১০টায় ওই এলাকা থেকে বাহাদুর শাহ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ২নং রেল গেইট, চাষাঢ়া গোল চত্ত্বর, খানপুর, কালীরবাজার, টানবাজার হয়ে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়। এতে হাজার হাজার সুন্নি জনতা শহরের ও শহরের বাইরে থেকে এসে অংশগ্রহণ করেন।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেত হতে থাকে ধর্মপ্রাণ মুসলমানরা। এভাবে একের পর এক খন্ড খন্ড মিছিলে বিশাল জনসমাবেশ পরিণত হয় নগর ভবন এলাকা। এরপর বিশাল শোভাযাত্রা নিয়ে তারা শহর প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রা শেষে নগর ভবনের বিপরীত পাশের রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুসের আলোচনা সভা ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।


বিভাগ : ধর্ম


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও