পূজা মন্ডপে গ্রুপিং দূর করতে হবে : এমপি বাবু

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:৪১ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

পূজা মন্ডপে গ্রুপিং দূর করতে হবে : এমপি বাবু

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারী কারা? পূজা কমিটিতে তিন চারটা গ্রুপ থাকে। সেখানে জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসন বা সিনিয়র পূজা কমিটিতে থাকলে সারাদেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তারপরে যে বাদ পরে সে চায় না তারা শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হোক। নিজেরা নিজেরাই বিশাল সমস্যা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ লাইনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বাবু বলেন, এটা বুঝতে হয় কোনো পূজামন্ডপগুলোতে গ্রুপিং রয়েছে। এসকল কমিটিতে যারা নেতৃত্ব দেয় তারা ধর্মীয়ভাবেও এত পরিপক্ষ না। এটা একটা ফ্যাশন। দেখা যায় যে নেতৃত্ব দিতে পারে সে বেশি আনন্দ করতে পারে। নিজেদের ফোকাস করতে পারে। আর তাই নিজেরা সমস্যা সৃষ্টি করে। একজন মুসলমান গিয়ে সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো ঘটনার সৃষ্টি করতে পারে এটা নাও হতে পারে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন এখন অনেক ভালো। এখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেশ দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। ডায়নামিক লিডারশীপের কারণে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছেন। এখন নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের মত কোনো ঘটনা আর হবে না। ইচ্ছে করলে একজনের সম্পদ আরেকজন দখল করতে পারছে না।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, জেলা কমিউিনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ, মহানগরের সভাপতি এম সোলায়মানু প্রমুখ।


বিভাগ : ধর্ম


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও