কন্যার জন্মদিনে আনন্দ নয় ‘শঙ্কা’ কাউন্সিলর খোরশেদের
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৩২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

নিজের শিশু কন্যার জন্মদিনে আনন্দ নয় বরং শঙ্কা প্রকাশ করেছেন ‘করোনা হিরো’ খ্যাত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। অথচ কন্যার জন্মদিন একজন বাবার জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের একটি দিন।
৫ অক্টোবর সোমবার সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদের ছোট কন্যা নুসাইবা রোকেয়া খন্দকার খুশির দশম জন্মদিন।
এদিন কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা নিরাপদ তো এই দেশে? আজ আমার ছোট মা খুশির ১০ম জন্মদিন। তবে আনন্দের চেয়ে শংকা নিয়েই দিনটা শুরু হলো। সকল কিছু ছাপিয়ে একটাই প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। আমার মেয়েটা নিরাপদ তো এই দেশে?’
এ বিষয়ে কাউন্সিলর খোরশেদ প্রতিবেদককে বলেন, ‘বর্তমানে বিচারহীনতার এ সংস্কৃতি চলাকালীন কোনো নারীই যেখানে নিরাপদ নয়, সেখানে আমি কি করে আশা করি যে আমার মেয়েটি নিরাপদ থাকবে? আজ আমার মেয়েকে নিয়ে ভবিষ্যতের সফলতার উদ্দেশ্যে আনন্দ করার কথা। অথচ আমি শঙ্কায় ভুগছি যে আমার মেয়ের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে?’
তিনি আরও বলেন, আমার মেয়ের জন্মদিনে একদিন আগে নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা প্রকাশ হওয়াটা কাকতালিও হলেও কন্যা সন্তানের বাবা হিসেবে চিন্তায় পরে গেছি। একজন বাবা হিসেবে এরকম ঘটনার বিচার চাই এবং কোনো বাবাকে যাতে কন্যার ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তায় না পরতে হয় তা নিশ্চয়তা চাই।’