‘অন্ধকারে মুখ লুকানোর দায় নারীদের না’

স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

‘অন্ধকারে মুখ লুকানোর দায় নারীদের না’

সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া বেশি কিছু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ‘অন্ধকারে মুখ লুকানোর দায় নারীদের না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহধর্মিনী সায়মা ইসলাম যিনি একই সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের আইডি থেকে এসব মন্তব্যের স্ট্যাটাস দেন। তবে স্ট্যাটাসটি বৈশালী রহমানের বলে জানিয়ে স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করে এ মন্তব্য করেন।

স্ট্যাটাসটি হলো, ‘ফিমেইল ব্ল্যাকআউট আবার কী রে ভাই? ধর্ষণ হয়েছে নারীর সাথে, অপরাধ করছে পুরুষ, আর অন্ধকারে মুখ লুকাবে নারী? কাদের মাথায় আসে এইসব আইডিয়া? হ্যাঁ, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নারী পুরুষ নির্বিশেষে সবার প্রোফাইল পিক কালো করার ডাক দেওয়া হলে না হয় মানেটা বুঝতাম। পুরুষে লজ্জিত হয়ে নিজেরা অন্ধকারে মুখ লুকাইলেও এইটারও মানে বুঝতাম। নিজে এসব না করলেও অন্তত তখন সমালোচনাটা করতাম না।’

তিনি আরো লিখেন,‘স্ট্যাটাসটা বৈশালী রহমানের। আমি ওর সাথে সম্পূর্ণ একমত। অন্ধকারে মুখ লুকানোর দায় নারীদের না।’

প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নিজ ঘরে এক নারীর স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাঁকে ধর্ষনের চেষ্টা করেন। তাঁরা এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। গত এক মাস ধরে তাঁরা এ ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা এ ভিডিও ছেড়ে দেন। যান নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তারও কিছুদিন আগে সিলেটে এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি ঘটনায় দেশ জুড়ে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিক কলো রঙের ছবি দিয়ে আপলোড করে প্রতিবাদ করছে। ফেসবুক প্রোফাইল পিক কালো কার বিষয়ে তিনি এসব মন্তব্য করেন।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও