জাহাঙ্গীরের ফেসবুক আইডি হ্যাকড
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩২ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ‘আলহাজ্ব জাহাঙ্গীর আলম’ নামে ফেসবুক আইডি দুর্বৃত্তরা নিয়ন্ত্রণে নিয়েছে (হ্যাক হয়েছে)।
২১ মার্চ রোববার বিকেলে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।
জিডিতে উল্লেখ করেন,‘ গত ১৮ মার্চ রাত ১২টায় দেখতে পাই যে, অজ্ঞাতনামা কে বা কাহারা আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। অজ্ঞাতনামা বিবাদী আমার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকান্ড করতে পারে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত জিডি করেছি।’
তিনি বলেন, ‘হ্যাক যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মী সবাইকে অনুরোধ এ বিষয়ে সর্তক থাকবেন। হ্যাক আইডি থেকে মিথ্যা তথ্য ছাড়ানো কিংবা অসামাজিক কর্মকা- করা হলে আমি দায়ি থাকবো না।’