আই.........ইউর স্টুপিড সিস্টেম
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৩৮ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

বিশ্বসেরা ক্রিকেট খেলোয়ার সাকিব আল হাসানের ঘটনায় সারাদেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালজুড়েই রয়েছে সাকিব আল হাসানের মেজাজ হারানোর ঘটনা। কেউ তার পক্ষ নিচ্ছেন আবার কেউ তার বিপক্ষ অবস্থান নিচ্ছেন। যার ধারাবাহিকতা ছড়িয়ে নারায়ণগঞ্জেও। পিছিয়ে নেই নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দরাও।
সাকিব আল হাসানের মেজাজ হারানো ঘটনায় অনেকটা তার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির তরুণ রাজনীতিবিদ ও সম্ভাবনাময় নেতা মাসুকুল ইসলাম রাজীব।
১২ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টসে স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি সাকিব আল হাসানের একজন অন্ধভক্ত ছিলাম কারণ সে বাংলাদেশ ক্রিকেট কে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় নিয়ামক ছিল। কিছুকিছু আচরণের জন্য তার প্রতি সেই ভাবাবেগটা কমে গিয়েছিল অনেকটাই। তবে গত কালকের ঘটনা আমাকে আবারো তার প্রতি তীব্র টান অনুভব করাতে বাধ্য করলো। এর কারণ খেলাকে শুধু নিছক খেলা হিসেবে না দেখে এর সাথে যে আবেগ, শ্রম, চিন্তা, চেতনার মিশ্রণ ঘটিয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে হয় তার প্রমান দেখালেন তার প্রতিবাদের মাধ্যমে।’
রাজীব আরও লিখেন, ‘ঘরোয়া ক্রিকেটে যে সীমাহীন অন্যায় অনিয়ম আজ নিয়মে পরিণত হয়েছে তার বিরুদ্ধে এরকম প্রতিবাদ আরো আগেই হওয়া উচিত ছিল। তার মত সবাই অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবে এটাই প্রত্যাশা। বিদ্রোহ বা প্রতিবাদ কখনো সালাম দিয়ে হয়না।
সবশেষে সাকিবের এই প্রতিবাদের সাথে সব ক্রিকেট প্রেমীদের ক্রিকেটের স্বার্থে তাকে সমর্থন করা উচিত। আর সাথে সাথে ইতালির এক প্রবাসী ভাইয়ের মত খুব বলতে ইচ্ছে করছে আই.........ইউর স্টুপিড সিস্টেম।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর মিরপুর শেরে বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক বেশ কয়েকটি মেজাজ হারানোর ঘটনার জন্ম দিয়েছেন। পরে অবশ্য সাকিব আল হাসান এজন্য মাফ চেয়েছেন।