শামীম ওসমানের জন্য নেত্রীর পায়ে শহীদউল্লাহ
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শহীদউল্লাহ ২১ সেপ্টেম্বর ফেসবুকে এমপি শামীম ওসমানের একটি বক্তব্য সম্পর্কে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আজ আমাদের অহংকার, মাননীয় শামীম ওসমান এমপি সাহেব নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক সাহেবদের সাথে কথা বলেছেন; যা মুজিবীয় কসম খেয়ে ও বলতে পারি। ইদানিংকার যে কোন ভাষণ হতে আজকের ভাষণটি আমার কাছে ভাল লেগেছে অত্যাধিক পরিমাণে। তিনি অনেক স্মৃতি কথাও বলেছেন। বড্ডভাবে আরো বেশি ভাল লাগতো যদি কথার ফাঁকে আধা সেকেন্ডের জন্য ও বলতেন যে; তাঁর চূড়ান্ত রাজনৈতিক উত্থান ঘটে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হতে পূর্বেই ঘোষিত গিয়াসউদ্দিন সাহেবের নমিনেশন বাতিল করে। তৎস্থলে তাঁর নমিনেশন প্রাপ্তির জন্য সূধা সদনে কী ঘটেছিল এবং সেই ঘটনার পর তাঁর নমিনেশন প্রাপ্তির জন্য জাতির পিতার কন্যার পায়ে পড়ে এই অধম। পাপী নেত্রীর দুই পায়ে কতো লিটার চোখের জল ফেলে নেত্রীকে ঠান্ডা করতঃ নমিনেশন প্রাপ্তির কথা স্বীকার করাতে কিছুটা হলেও সক্ষম হয়েছিলাম। তার আগের পরের রক্ত ঝরানোর হাজারো কথা বলে এখন আর মূল্য আশা করিনা। নিজ বাসায় খুন করা হলো। উল্টো নিজেই খুন, ডাকাতি, বিষ্ফোরক, অবৈধ অস্ত্রের মামলা খেলাম। চুনকা পাঠাগারের সামনে ১১টি কোপের রক্ত ঝরানো, ইত্যাদি, ইত্যাদি করুণ কাহিনীসহ নিজ বাড়ি-ঘর ছেড়ে সন্তানাদি নিয়ে যাযাবরের জীবন কাহিনীকে গল্প হিসেবেই গণ্য করে একবার ও যদি কোথাও সেসব কথা বলেন;- তা হলে বাকি জীবনটা নির্বিঘেœ কাটাতে পারবো। আর তখনই খোদা সমীপে মারহাবা- মারহাবা বলে শান্তিতে মরতে ও পারবো বৈকি।