‘সুখবর আসছে’ অয়ন ওসমানের স্ট্যাটাস

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

‘সুখবর আসছে’ অয়ন ওসমানের স্ট্যাটাস

‘যাদের রক্ত গরম হচ্ছে তাদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান। তিনি বলেছেন, ‘সামনে সুখবর আসছে, ইনশাল্লাহ’।

২ অক্টোবর শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের আইডি থেকে তিনি এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নারায়ণগঞ্জ সুশীল মহলের কিছু নেতা যারা নাকি বিএনপি জামায়াতের সাহসে কথা বলে আর পায়ে পারা দিয়ে মাইর খাওয়ার চেষ্টা করছে, এই বলদদের কথা শুনে যাদের রক্ত গরম হচ্ছে ওনাদের অনুরোধ করবো আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, সামনে সুখবর আসছে ইনশাল্লাহ।’

স্ট্যাটাস দেওয়ার পর এতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে স্ট্যাটাসে ১৩০০ মানুষ পছন্দ করেছেন এবং ২৫৭জন শেয়ারও করেছেন। অনেকেই ইনশাল্লাহ লিখে মন্তব্যও করেছেন।

তবে রাজনৈতিক নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে ‘সুখবর’ বলতে কি বুঝিয়েছেন অয়ন ওসমান। এ সুখবর কি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কোন কিছু হবে নাকি? এমপি শামীম ওসমানের বিভিন্ন পরিকল্পনা কলাকৌশল সম্পর্কে তিনি অবগত থেকেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন? যদিও এসব বিষয়ে স্পষ্ট করে কোন কিছু লিখেননি অয়ন ওসমান।

যদিও এমপি শামীম ওসমানের ছেলে ও ওসমান পরিবারের পরবর্তী উত্তসুরী হিসেবে অয়ন ওসমানের ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে। যার জন্য তিনি বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এর আগে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে তিনি আলোচনায় এসেছেন।

এর আগে শনিবার বিকেলে সিটি করপোরেশনের কদমরসূল আঞ্চলের ২১নং ওয়ার্ডের শাহী মসজিদ রোড এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ও ৫০নং সোনাকান্দা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আর এ অনুষ্ঠানে মেয়র আইভী সেলিম ওসমানের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে বিষোদগার করেন ওসমান পরিবারের সমর্থনকারী রাইফেল ক্লাবের সেক্রেটারী খালেদ হায়দার খান কাজলেরও।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও