সানারপাড়ে ব্যাডমিন্টনের পুরস্কার
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:২৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট (২০২০-২০২১) ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে নাসিক ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় ঐতিহাসিক হলি টাচ মডেল স্কুল মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।
সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী মো. ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স এ.করিম এন্টার প্রাইজ এর পরিচালক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানারপাড় বর্ণালী সংসদের সভাপতি তোফায়েল হোসেন এবং হোসেন গ্রুপের তত্বাবধায়ক মোঃ মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। পড়া-লেখার পাশাপশি বেশি করে খেলাধুলা করতে হবে। প্রতিটি অভিভাবকদের দায়িত্ব আপনার সন্তান কোথায় যায় কার সাথে চলাফেরা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান খারাপ হলে তার দায় আপনাকেই নিতে হবে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আমাদের দেশের অনেক লোক মারা গেছে। তাই আপনারা সবাই সচেতন থাকবেন। সাবান দিয়ে বেশি বেশি হাত পরিস্কার করবেন। রাস্তায় ও বাজারে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
সানারপাড় বর্ণালী সংসদের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সৈয়দ সাইফুল ইসলাম, মোঃ সুলতান আহম্মেদ, কাজী তাজুল ইসলাম, মহিউদ্দিন মোল্লা, আবুল হোসেন, মেজবাহ্ উদ্দিন, শহিদুল ইসলাম বুলবুল, মোঃ সেলিম, আনোয়ার আলী সাহেব, মোঃ হুমায়ুন আহম্মেদ,শামীম আহম্মেদ জুলু, নূর আলম মোল্লা, সফর ভূইয়া, খলিলুর রহমান, লিটন আহম্মেদ, আলম খাঁন, কামরুল হাসান স্বপন প্রমুখ।